1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

গাজার হাসপাতালে হামলার নিন্দা জাতিসংঘের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

  • সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৩
জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস

ডেস্ক রিপোর্ট- 

অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি হাসপাতালে ইসরায়েলের বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্থনিও গুতেরেস আজ বুধবার এক পোস্টে এই নিন্দা জানান ও হতাহতদের প্রতি সমবেদনা জানান। একইসঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।

গত ৭ অক্টোবর শনিবার ইসরায়েল ভূখণ্ডে হামলা চালায় মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে পাল্টা রকেট ও বোমা হামলা করে ইসরায়েলের বাহিনী। গাজা উপত্যকার নাগরিকরা আতঙ্কে ঘর ছাড়তে শুরু করেন। এরই মধ্যে গাজা উপত্যকায় বিদ্যুৎসহ খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারিয়েছে চার হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সবশেষ মঙ্গলবার রাতে আল-আহলি হাসপাতালে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে পাঁচ শতাধিক নিরপরাধ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তারা যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচতে এবং আহত হয়ে হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে গুতেরেস বলেন, `গাজার হাসপাতালে বোমা হামলায় শত শথ ফিলিস্তিনি বেসামরিক নিহত হওয়ার ঘটনায় আমি আতঙ্কিত এবং উদ্বিগ্ন। আমি এর তীব্র নিন্দা জানাই।‘ তিনি বলেন, ‘হতাহতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। হাসাপাতাল ও স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী সুরক্ষা পাওয়ার কথা।

এর আগে বুধবার সকালে বেইজিংয়ে এক ফোরামে গুতেরেস বক্তব্য দেন।সেখানে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। তাদের সামনে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আমি এই মুহূর্তে একটি মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি। আমরা যে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখছি তা প্রতিহত করতে এটা খুবই জরুরি। এই অঞ্চলের অনেক মানুষ জীবন ও ভাগ্য আজ হুমকির মুখে। ’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪