1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

যুদ্ধ করবে না ইসরায়েল: নেতানিয়াহু 

  • সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২০৫
যুদ্ধ করবে না ইসরায়েল
যুদ্ধ করবে না ইসরায়েল

ডেস্ক রিপোর্ট-

যুদ্ধ করবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা এখন যুদ্ধ শুরু করতে চাই না, এখানেই শেষ করতে চাই। মঙ্গলবার (১০ অক্টোবর) টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে মোকাবিলায় ৩ লাখ রিজার্ভ সৈন্য প্রস্তুত রেখেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালে ইয়ম কাপ্পুর যুদ্ধের পর ৪ লাখ রিজার্ভ সৈন্য প্রস্তুত করে ইসরায়েল। আর হামাসের হামলার পর এই প্রথম এত সৈন্য প্রস্তুতের কথা জানাল তেল আবিব।

জাতির উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যুদ্ধের মধ্যে আছে, তাই আমরা আর যুদ্ধ শুরু করতে চাই না। আমাদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। ইসরায়েল যুদ্ধ শুরু না করলেও এটি ভালোভাবে শেষ করবে।

শনিবার সকালে হামাসের অতর্কিত হামলায় সাত শতাধিত ইসরায়েলি নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৩০০ জন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসকে ব্যঙ্গ করে বলেন, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে এবং যা তারা দীর্ঘদিন মনে রাখবে।

তিনি আরও বলেন, হামাস আমাদের ওপর হামলা চালিয়ে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিল। এর জন্য আমরা তাদের এমন অবস্থা করব যেন ইসরায়েলের শত্রুরা তা মনে রাখে।

যুদ্ধ এড়াতে ইসরায়েলকে ‘কঠিন সমঝোতার’ বার্তা দিলেন রুশ মন্ত্রী

যেভাবে নেতানিয়াহুর টুঁটি চেপে ধরল ফিলিস্তিনি শাসক গোষ্ঠীটি : টাইমস অব ইসরায়েল

নেতানিয়াহু বলেন, তারা আমাদের ভূখণ্ডে প্রবেশ করে হত্যাযজ্ঞ চালিয়েছে। উৎসব অনুষ্ঠানে হামলা চালিয়েছে। নারী ও শিশুদের অপহরণ করেছে। হামাস জঙ্গি সংগঠন আইএস’র মতো কাজ করেছে। তাই তিনি হামাসকে আইএস’র সঙ্গে তুলনা করেছেন। 

সূত্র: এনডিটিভি

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪