1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০২:২৯ অপরাহ্ন

মিউজিক ভিডিওতে গুরু শিষ্য

  • সময় : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৪৬

বিনোদন ডেস্ক

এর আগে কবি অসীম সাহার গীতিকবিতায় ‘টান’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। গানটির জন্য বেশ সাড়াও পেয়েছিলেন। এবার নতুন গান নিয়ে আসলেন এই জুটি।

‘মন আমার কান্দে’ শিরোনামের গানটির সুর করেছেন বাউল গরীব মোক্তার।

সংগীতায়োজন করেছেন সালমান জাইম। ভিডিও পরিচালনা করেছেন প্রীতুল। লোকশিল্পী শাহজাহান মুন্সীর উপস্থিতি ভিডিওটিকে ভিন্নমাত্রা দিয়েছে।

গানটি প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘কবি অসীম সাহার কথায় এটি আমার দ্বিতীয় গান।

মোক্তার ভাইয়ের সুরে আমার কণ্ঠ মাথায় নিয়ে সালমান খুব পরিমিত ও যথার্থ সংগীতায়োজন করেছে।

গানটির আধ্যাত্মিক দিক মাথায় রেখে আমার গুরু ওস্তাদ শাহজাহান মুন্সিকে এতে যুক্ত করেছেন প্রীতুল। ভিন্ন ধাঁচের এই গান-ভিডিওটি সবার ভালো লাগবে।’

উল্লেখ্য, সাব্বির নাসিরের গাওয়া ‘আমারে দিয়া দিলাম’, ‘দমে দম’, ‘পোকা’, ‘আবোল তাবোল’ গানগুলো শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছেন।

কলকাতার ‘সারেগামাপা’ খ্যাত গায়িকা শম্পা বিশ্বাসের সঙ্গে ‘বিনোদিনী রাই’সহ একাধিক গান করেও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বা.বু.ম/ তাপস রায়

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪