ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় নবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় উস্কানীর অভিযোগে অহন চন্দ্র দাস (১৯) নামে এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অহন চন্দ্র দাস উপজেলার বালিখা ইউনিয়নের মাসকান্দা এলাকার অসিত চন্দ্র দাসের ছেলে।রবিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান,কয়েকদিন আগে অহন চন্দ্র দাস নবী মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
কিন্তু অহন চন্দ্র দাসের ফেসবুক পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়লে জনসাধারণের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। তাই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই অভিযান চালিয়ে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা(ওসি) আরো জানান,অহন চন্দ্র দাস ফেসবুকে হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করার সত্যতা স্বীকার করেছে।