ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি।
সরকার ঘোষিত সারা বাংলাদেশে করোনার ২য় ডোজ টিকা ৭ ই সেপ্টেম্বর দেওয়ার কার্যক্রম শুরু করলে ও কিছু অসাধু কর্মকর্তা ও ডাক্তারদের অসচেতনতা অবহেলায় টিকা নিতে এসে প্রখর রোদে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকা গ্রহণ হতে বঞ্চিত হয়ে ক্ষুব্দ হয়ে ঘরে ফিরছে সাধারন মানুষ। ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সরজমিনে ঘুরে দেখা যায়, ভুক্তভোগীদের অভিযোগে জানা যায় চট্রগ্রামের সদর ঘাট সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালের সামনে সকাল হতে টিকার ২য় ডোজ নিতে আসা জনসাধারণের দীর্ঘ লাইন যা মেডিকেল পেরিয়ে মুল সড়কে চলে গেছে। একেতো প্রখর রোদ স্বাস্থ্যবিধির তোয়াক্কা নেই অপরদিকে মুল প্রবেশ ফটকে দায়িত্বরত সিকিউরিটি গার্ডের অসৌজন্যমূলক আচরণে ক্ষুব্ধ সাধারন মানুষ। এই সময় সিকিউরিটি গার্ড কতৃক টিকা নিতে আসা সাধারণ মানুষকে লাঞ্ছিত করার অভিযোগও শুনা যায়।
দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকা লোকজনের অভিযোগ তারা টিকার ১ ম ডোজ অত্র হাসপাতালে গ্রহন করলে ও কোন টিকার রেজিস্ট্রেশন পেপারে সিল থাকলেও কোনটাতে নেই। সেই টিকার সিল বিহীন রেজিস্ট্রেশন কপি নিয়ে একই মেডিকেলে ২য় ডোজ নিতে এসে নানান ভোগান্তি, লাঞ্ছনা পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।ভুক্ত ভোগীরা জানান মেডিকেল কর্মকর্তা, কর্মচারীদের ভুলের দায়ভার কেন সাধারণ মানুষ নিবে।
জনসাধারণের অভিযোগ ৭/৮ই সেপ্টম্বরে ডোজ গ্রহনের ব্যাপারে এলাকায় কোন প্রকার প্রচার, প্রচারণা বা এস এম এস এর মাধ্যমে জানানো হয়নি।
এই বিষয়ে স্থানীয় কাউন্সিল হাসান মুরাদ বিল্পবের মুটো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওনাকে পাওয়া যায় নাই।
স্হানীয় ভুক্তভোগী জনসাধারণ এই বিষয়ে কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।