কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, সুস্থ হয়েছেন ১৯১ জন, মারা গেছেন ৩ জন।
বুধবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৫০০ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৭ দশমিক ২ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ১ লক্ষ ৬৪ হাজার ৮৩৭ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১ লক্ষ ৬৩ হাজার ৪০১ জনের। এর মধ্যে ৩৮ হাজার ৪৯৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯০ জন। আর মারা গেছেন ৯২৭ জন।
বিদেশগামী ২৪৬ জনের করোনা ভাইরাস পরিক্ষা করা হয়। এর মধ্যে করোনা ভাইরাসে কোন সনাক্ত নেই।