কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় গত সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২৩ জন। মারা গেছেন দুজন।
মঙ্গবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৪৬৩ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ১ লক্ষ ৬৪ হাজার ৪৮২ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১ লক্ষ ৬২ হাজার ৯০১ জনের। এর মধ্যে ৩৮ হাজার ৪৯৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছে ৩২ হাজার ৮৯৯ জন। আর মারা গেছে ৯২৪ জন। বিদেশগামী ২৫৭ জনের করোনা ভাইরাস পরিক্ষা করা হয়। এর মধ্যে করোনা ভাইরাসে কোন সনাক্ত নেই।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১২ জন, বুড়িচংয়ে ২ জন, বি-পাড়ায় ২ জন, চৌদ্দগ্রামে ১ জন, দেবীদ্বারে ১ জন, লাকসামে ৮ জন, লালমাইয়ে ১ জন, বরুড়ায় ১ জন, মনোহরগঞ্জে ২ জন, মেঘনায় ১ জন ও হোমনায় ১ জন।