1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

কুমিল্লায় করোনায় শনাক্তের হার ৭ দশমিক ৮ শতাংশ

  • সময় : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৫


কুমিল্লা ব্যুরো:


কুমিল্লায় গত বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে কেউ মারা যায়নি। সুস্থ হয়েছেন ২২২ জন।
শুক্রবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৫২৭ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৭ দশমিক ৮ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ১ লক্ষ ৬২ হাজার ৮০৪ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১ লক্ষ ৬১ হাজার ১৭৭ জনের। এর মধ্যে ৩৮ হাজার ৩৭১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩২ হাজার ১৯ জন। আর মারা গেছেন ৯২০জন। বিদেশগামী ২৪২ জনের করোনা ভাইরাস পরিক্ষা করা হয়। এর মধ্যে করোনা ভাইরাসে সনাক্ত হয়েছেন ১ জন।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১২ জন, চৌদ্দগ্রামে ৩ জন, দেবীদ্বার ১ জন, দাউদকান্দিতে ১ জন, লাকসামে ৪ জন, বরুড়ায় ১২ জন, মনোহরগঞ্জে ৩ জন, মুরাদনগরে ১ জন, মেঘনায় ২ জন ও তিতাসে ২ জন ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪