এ,এস,পলাশ,জামালপুর জেলা প্রতিনিধি-
আজ(মঙ্গলবার) থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রম সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেছে জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার দুপুরে টিকাদান কেন্দ্র গুলোর সামনে নোটিশ টাঙ্গিয়ে এই ঘোষণা দেয়া হয়। টিকা দিতে না পেরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।
জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস জানান, ভ্যাকসিন সরবরাহ না থাকায় টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। ভ্যাকসিন পাবার পর আবারো টিকা কার্যক্রম চালু করা হবে। তিনি জানান আগামী শনিবার নাগাদ পুনরায় টিকা প্রদান কার্যক্রম শুরু হতে পারে।
চলতি বছরের ৭ ফেব্রুয়ারী জামালপুরে টিকা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রথম জেলায় প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৭৯ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭১ হাজার ৬৮৯ জন। এর মধ্যে গণটিকা কার্যক্রমে দেওয়া হয়েছে ৪২ হাজার ৬শ ডোজ।
জামালপুর শহরে একটিসহ ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬টি কেন্দ্রে এই টিকাদান কর্মসূচি চলমান ছিল।