ইয়ামিন হোসেন পাটোয়ারী, গাজীপুরঃ
গাজীপুর কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়ে প্রায় শতাধিক শ্রমিক।
গাজীপুর জেলা কালিয়াকৈরে মৌচাক এলাকার সাদমা গ্রুপের নিট কম্পোজিট পোশাক কারখানায় টিকা দেয়ার শুরু করে আজ। টিকা দেওয়ার সময় গণহারে অসুস্থ হয়েছে পড়েছেন ওই কারখানার শ্রমিকরা। তাদের অনেকেই ইতিমধ্যে হাসপাতালে নেওয়া হয়েছে । এ ঘটনায় টিকা কার্যক্রম তাৎক্ষনিকভাবে বন্ধ রাখা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তারা । গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মো. খায়রুজ্জামানের জানায়, ওই কারখানায় আজ সকালে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু করা হয়। ঘণ্টাখানেক টিকা কার্যক্রম চলার পর শ্রমিকরা অসুস্থ হতে থাকে। এতে তাৎক্ষনিকভাবে টিকা কার্যক্রম বন্ধ করা হয়।
এদিকে শ্রমিকরা জানিয়েছেন, আমরা সবাই আজ মডার্নার দ্বিতীয় ডোজ টিকা নিতে থাকি। প্রায় ঘন্টাখানিক যাবার পর অনেকেই অসুস্থ হয়ে পড়ে। টিকা নেওয়ার পর পরই অনেকে অসুস্থ হয়ে পড়ে।