মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের করোনা রোগীদের অক্সিজেন সেবা নিশ্চত করতে চায় কুমিল্লর বৃহৎ শিল্প প্রতিষ্ঠা শিল্প শফিউল আলম গ্রুপ (এসএএস গ্রুপ)।
প্রতিঘন্টায় পাঁচশত কিউবিক লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন তাদের অত্যাধুনিক অক্সিজেন প্লান্টে মানবদেহের উপযোগী ৯৯.৯ মানের অক্সিজেন উৎপাদন হচ্ছে। যা বুয়েট পরীক্ষায় উতীর্ণ।বর্তমান অক্সিজেন স্বল্পতার এ পরিস্থিতিতে এসএএস গ্রুপ ও মানবতার কল্যাণে মানুষের পাশে দাঁড়াতে কাজ করছে।
শনিবার দুপুরে কুমিল্লার হদগড়ায় তাদের ফেক্টোরীতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে জানানো হয় কোন হাসপাতাল যদি রোগীদের বিনামূল্যে অক্সিজেন দেয়া নিশ্চিত করে তা হলে ওই হাসপাতালে বিনামূল্যে অক্সিজেন সেবা দেবে এসএএস গ্রুপ। ঢাকা চট্টগ্রামের বাইরে বাংলাদেশের পূর্বাঞ্চলে কুমিল্লায়ই এ অক্সিজেন তৈরী হচ্ছে। নিজেদের প্রয়োজনে শফিউল আলম গ্রুপ অক্সিজেন তৈরী করলেও করোনার এ ক্রান্তিকালে বিশ্বমানের ওই অক্সিজেন কাজে লাগিয়ে এ এলাকার মানুষের জীবন রক্ষার কাজে এগিয়ে আসতে চায় শফিউল আলম গ্রুপ।
এসএএস গ্রুপের চেয়ারম্যান শফিউল আলম সাংবাদিক সম্মেলনে ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার অডিট বিভাগ প্রবন দাশ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিএম অপারেশন মৃত্যন্জয় মজুমদার , জিএম মার্কেটিং ও ট্রান্সপোর্ট মো. ফয়েজ আহমেদ, এজিএম মার্কেটিং মো কাশেদুল ইসলাম , সিনিয়র ম্যানেজার প্রশাসন মো. কামরুল ইসলামসহ আরো অনেকে।