এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬ টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং আরএ টেস্টে ৫২ টি নমুনা পরীক্ষায় ৫ জনসহ মোট ১৫০ টি নমুনা পরীক্ষায় নতুন ২৮ জন কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর মধ্যে জামালপুর সদরের নান্দিনা বাজার ১জন, পিয়ারপুর ১জন, নান্দিনা ১ জন, চরশী কান্দারপাড়া ১ জন, বানিয়া বাজার ১জন, বোষপাড়া ১ জন শেখেরভিটা ১ জন, শরীফপুর ১ জন, কুমারিয়া ২ জন, পুলিশ লাইন ২ জন, কাছারীপাড়া ১ জন, ফুলবাড়িয়া ২ জন, সরিষাবাড়ী উপজেলার বিলবালিয়া ১ জন, সরিষাবাড়ী, সাতপোয়া ২ জন, মানিক পটল ১জন জগন্নাথগঞ্জ ঘাট ১ জন, চাপারকোণা ১ জন ও নরপাড়া ১ জন,
দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ১জন বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর পূর্বপাড়া ১জন টুপকার চর ১জন ও বকশীগঞ্জ বাজার ১ জনসহ জেলায় মোট ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে সরিষাবাড়ী উপজেলার পুটিয়াপাড়ায় ৫০ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে।
১৩ আগষ্ট জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।