মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লার দেবীদ্বারে ‘দেবীদ্বার উপজেলা কল্যান সমিতি’র উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকালে উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানের নিকট ১১টি অক্সিজেন সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন ঢাকাস্থ দেবীদ্বার উপজেলা কল্যান সমিতির সাধারন সম্পাদক ও সংস্কৃতি মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নান ইলিয়াস।
হস্তান্তর অনুষ্ঠানে মোবাইল ফোনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবুল বাসার ভূঁইয়া।
কল্যান সমিতির সাধারন সম্পাদক ও সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস বলেন, ঢাকাস্থ দেবীদ্বার উপজেলা কল্যান সমিতি সৃষ্টি হয়েছে দেবীদ্বারের জনসাধারনের কল্যানের জন্য। করোনাকালীন কঠিন সময় পার করছে দেবীদ্বারবাসী। আমাদের আন্তরিক প্রচেষ্টার কমতি ছিলোনা, আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে দাঁড়ানোর। এই সংকটকালে সকলেরই চেষ্টা করা উচিত সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানোর।
সমিতির উপদেষ্টা সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল সমিতির সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে দেবিদ্বার উপজেলা কল্যান সমিতি প্রমান করেছে যে, মানুষের বিপদেই কল্যান সমিতি এগিয়ে আসবে।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. আহম্মদ কবীর, কল্যান সমিতির সহ-সভাপতি মোঃ অ্যাডভোকেট মোঃ ফারুক, সাবেক কোষাধক্ষ্য অ্যাড. আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক নুুরুল আমিন, তথ্য ও প্রচার সম্পাদক মো. হেদায়াতুল্লাহ মুন্সি (রুমেল), সদস্য অ্যাডভোকেট লায়ন সেলিম মিয়া, আবদুল হাকিম খান চেয়ারম্যান, লোকমান ভূইয়া রাজু, মবিন আলম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন