মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
১০ আগষ্ট মঙ্গলবার থেকে দেওয়া হচ্ছে ২য় ডোজ টিকার। চলবে আগমাী তিন দিন পর্যন্ত। যারা অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন তারাই এ টিকা গ্রহন করতে পারবেন। জেলার সদর হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৭টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে এ টিকা দেওয়া হবে।
সোমবার বিকালে জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, সোমবার গন টিকার প্রথম ডোজ সম্পূর্ন হয়েছে। এসময় জেলার এক লক্ষ ৭২ হাজার ৩২৭ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়।সার্বিকভাবে এ গনটিকার লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ১০২ শতাংশ। উপজেলা পর্যায়ে টিকা দেওয়া হয়েছে এক লক্ষ ২২ হাজার ৩৭২ জন ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ৫৩ হাজার ৭০১ জনকে। জেলায় এ পর্যন্ত ছয় লক্ষ ২৯ হাজার ৩৫১ জনকে প্রথম ডোজে টিকার আওতায় আনা হয়েছে। এর মধ্যে নগরের এক লক্ষ ৪৬ হাজার ৫০৯ জন টিকা নিয়েছেন। এছাড়া অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা টিকা যা কোভিশিল্ড নামে পরিচিতি এ টিকা নিয়েছেন দুই লক্ষ ২৬ হাজার৬৩২ জন। এর মধ্যে দিত্বীয় ডোজ গ্রহন করেছেন এক লক্ষ ৮৫ হাজার ৮১৭ জন। টিকার বাকি রয়েছেন ৪০ হাজার ৮১৫ জন।
সিভিল সার্জন বলেন আগামী ১৪ আগষ্টের আগ পর্যন্ত প্রথম ডোজ টিকার কার্যক্রম বন্ধ থাকবে। পরবত্তিতে তা আবার চালু হবে।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন মীর মোবারক হোসাইন গন টিকা কার্যক্রম সম্পন্ন করায় সকলকে ধস্যবাদ জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সির্ভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ সৌমেন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামসাদ রব্বানী খান।