মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা বু্যরো প্রধানঃ
কুমিল্লায় গত শনিবার বিকেল ৫টা থেকে রবিবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ১৬জন। সুস্থ হয়েছেন ৩৭৪জন।
রোববার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় এক হাজার ৯১৯ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। বিদেশগামী ১২৩ জন যাত্রীর করোনা পরীক্ষায় ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য এক লক্ষ ৩৯ হাজার ৬৩৬জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ৩৬ হাজার ৮৫০ জনের। এর মধ্যে ৩৪হাজার ২৪০জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮হাজার ৩৬৫জন। আর মারা গেছেন ৮০৭ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পেরেশন এলাকায় পাঁচজন,দেবিদ্বার, মুরাদনগর,চৌদ্দগ্রাম, বরুড়া উপজেলায় দুজন করে, দাউদকান্দি, আদর্শ সদর ও বুড়িচং উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১১৯ জন, আদর্শ সদরের ২৪জন, সদর দক্ষিন আটজন, বুড়িচং ৩৮ জন, বি-পাড়া ১৯ জন, চান্দিনা ১৪ জন, চৌদ্দগ্রাম ৩৩জন, দেবিদ্বার ৩০জন, দাউদকান্দি ৬৯ জন, লাকসাম ১৬জন, লালমাই নয়জন, নাঙ্গলকোট ৪২জন, বরুড়া ৩২জন, মনোহরগঞ্জ ২৩জন, মুরাদনগরের চারজন, মেঘনা ২০জন, তিতাস একজন ও হোমনা ৪৩ জন ।