আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ।
তিনি আজ শনিবার সকালে পৌরসভার কার্যালয়ে ১- ৬ নং নম্বর ওয়ার্ডের টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন।সেই সাথে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে তিনি নিজে গিয়ে কার্যক্রম পরিদর্শন করেন।
এই টিকাদান ক্যাম্পেইন পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে যাদের বয়স ২৫ এর উর্ধ্বে তাদের সবাইকে ধাপে-ধাপে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়ার ব্যবস্থা করা হবে এবং পরবর্তী ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ দেওয়ার ব্যবস্থাও নেওয়া হবে। পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছের সাথে কথা বললে তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে অন্যতম মাধ্যম হলো করোনা টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা আমার যদি সকলে সচেতন হই এবং প্রত্যেকে নিজ দায়িত্বে টিকা নিই এবং অন্যকে উৎসাহিত করি তাহলে আমরা এই করোনর মৃত্যুর হার কমাতে সক্ষম হব। পৌরবাসী যাতে সহজেই টিকা নিতে পারে সেজন্যই আমি প্রত্যেকটি ওয়ার্ড এই করোনার টিকা দানের ক্যাম্পেইনের আয়োজন করেছি। ত্রিশাল পৌরসভা সবসময় পৌরবাসীর জন্য কাজ করে চলেছে প্রতিনিয়ত। এই সময় উপস্থিত ছিলেন পেনেল মেয়রসহ পৌরসভার সচিব নজরুল ইসলাম ও কর্মকর্তা কর্মচারীরা।