মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গত শুক্রবার বিকেল ৫টা থেকে শনিবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ১৫০জন।
শনিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় এক হাজার ২৭২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ২৭ দশমিক ২ শতাংশ। বিদেশগামী ১২১ জন যাত্রীর করোনা পরীক্ষায় ছয় জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য এক লক্ষ ৩৭ হাজার ৩৬৬জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে এক লক্ষ ৩৪ হাজার ৯৩৬ জনের। এর মধ্যে ৩৩হাজার ৬৯৬জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৭হাজার ৯৯১জন। আর মারা গেছেন ৭৯১ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে দাউদকান্দি,মুরাদনগর,চৌদ্দগ্রাম,চান্দিনা ও বরুড়া উপজেলায় একজন করে মারা যান।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৯৭ জন, আদর্শ সদরের আটজন, সদর দক্ষিন একজন, বুড়িচং আটজন, জন, চান্দিনা আট জন, চৌদ্দগ্রাম ৪১জন, দেবিদ্বার পাঁচজন, দাউদকান্দি দুই জন, লাকসাম ১১জন, লালমাই ১৫জন, নাঙ্গলকোট একজন, বরুড়া ৪৪জন ও মুরাদনগরের পাঁচজন।