মোহাম্মাদ শাহিন,মাদারগঞ্জঃ
জামালপুর মাদারগঞ্জে কোভিড-১৯ করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ও গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকেই করোনাভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিন নিতে কেন্দ্রগুলোতে নারী-পুরুষরা ভিড় করছেন।
সকাল ১০টায় মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে চরবউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলে ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়।
আঃ হক নামে এক ব্যক্তি জানান, দেরিতে হলেও নিজের এলাকাতেই টিকা দিতে পেরেছি এটাই বড় কথা।
উপজেলার বিভিন্ন কেন্দ্রে গিয়ে শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ
ইউএনও ইলিশায় রিছিল, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, , এসিল্যান্ড মাফরোজা আক্তার।
এবিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইফুল ইসলাম জয় বলেন, মাদারগঞ্জ উপজেলায় ৭টি কেন্দ্রের ২১টি বুথে ৪০০০হাজার ২০০জন সাধারণ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিন দেওয়া হবে।