মোঃ রেজাউল হাসান সুমন, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নেত্রকোণাতেও ইউনিয়ন পর্যায়ে করোনা সংক্রমণ রোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে টিকা কার্যক্রম শুরু হয়।
এ সময় টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েলসহ সরকারী কর্মকর্তাগণ।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার ৮৬ টি ইউনিয়নে ৫৪ হাজার টিকা প্রদান করা হচ্ছে।