মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে)গন টিকা কার্যক্রম শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে।শনিবার সকাল থেকে নেছারাবাদ(স্বরূপকাঠি) ১০ টি ইউনিয়নে ওই কার্যক্রম শুরু হয়েছে। মুসলধারে বৃষ্টির মধ্যেও প্রতিটি কেন্দ্রে টিকা নেওয়ার জন্য নারী পুরুষ সমবেত হয়।নেছারাবাদ উপজেলার ১০ টি ইউনিয়নে মোট ৬ হাজার ব্যাক্তিকে টিকা দেওয়া হয়েছে। সকালে স্বরূপকাঠি সদর ইউনিয়ন পরিষদে ও মাহামুদকাঠি ইছাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে, আটঘর কুড়িয়ানা ইউনিয়নে কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. মোশারেফ হোসেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, ওসি আবীর মোহাম্মদ হোসেন স্বরূপকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন, আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার ও মাহামুদকাঠি ইছাম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৌফিকুজ্জামান প্রমুখ। । প্রশাসনের কর্মকর্তাগন ও ইউপি চেয়ারম্যানগন সবগুলো ইউনিয়নে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।