ইয়াছিন মোল্লা, নারায়ণগঞ্জ (সোনারগাঁ)।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের গণটিকা কার্যক্রম।সকাল ৯ থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে বেলা ৩ পর্যন্ত।উল্লেখ জননেত্রী শেখ হাসিনার করোনা মহামারি সংক্রমণ প্রতিহত করার লক্ষ্যে, গ্রাম অঞ্চলের সাধারণ মানুষের মাঝে ৭ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত প্রায় ১ কোটি কোভিড বেক্সিন দেওয়া লক্ষ্যে কাজ করতেছে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়।
এরই অংশ হিসাবে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা প্রশাসন, ও উপজেলা স্বাস্থ্য সংস্থার উদ্যোগে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়াডে এই টিকার ব্যবস্থা করা হয়। আজ সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই কার্যক্রম চলছে। যা পর্যাক্রমে প্রতিটি ইউনিয়ানের প্রতিটি ওয়াডের সকাল ৯ টা থেকে ৩ পর্যন্ত চলমান থাকবেন।সোনারগাঁবাসী তাদের নির্দিষ্ট কোভিড বেক্সিন টিকা কেন্দ্রে, শুধুমাত্র তাদের এনআইডি কার্ড দেখিয়ে ১৫ আগস্ট পর্যন্ত এই টিকা নিতে পারবে।
কোনো রেজিষ্ট্রেশনের জামেলা না থাকায়, সকাল থেকে সোনারগাঁয়ের বিভিন্ন কোভিড বেক্সিন টিকা কেন্দ্রে ভীড় করতে দেখা গিয়েছে।কিন্তু কোথাও কোথাও তাদের স্বাস্থ্য বিধি অপেক্ষা করতে দেখা গেছে।
আজকের এই টিকা কার্যক্রম সশরীরে দেখতে আসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা,উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। সকালে তারা উপজেলার কাঁচপুর ইউনিয়নের,কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা কার্যক্রম পরিদর্শন করে,সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।এবং সাধারণ মানুষকে টিকা নিতে আহবান করেন।