এম শাহীন আল আমীন, জামালপুর।।
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৩ টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১ টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে আরএ টেস্টে ৭২ টি নমুনা পরীক্ষায় ১৩ জন অর্থাৎ মোট ২১৬ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৫০ জন কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
উপজেলা ওয়ারি পরিসংখ্যান- জামালপুর সদর- ১৩ জন, মেলান্দহ- ৭ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ৮ জন, সরিষাবাড়ী- ১৫ জন ও বকশীগঞ্জ- ৬ জন। সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৫৮১ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্ত –
জামালপুর সদর- গোদাশিমলা, পাথালিয়া, সদর ২ জন, দেওয়ানপাড়া, চন্দ্রা ২ জন, নরুন্দী, দাপুনিয়া, আমলাপাড়া ২ জন, বকুলতলা ও নান্দিনা।
মেলান্দহ- শাজাদপুর ২ জন, কাংগালকূর্শা, মানকী, আদিপৈত, আমবাড়িয়া ও দুরমুঠ।
মাদারগঞ্জ- চর পাকেরদহ।
ইসলামপুর- উত্তর পাড়া, ইসলামপুর, সর্দারপাড়া, হাড়িয়াবাড়ী, গংগাপাড়া, চিনাডুলী, গাঁওকূড়া ও মোশারফগঞ্জ।
সরিষাবাড়ী- পিংনা, সরিষাবাড়ী, সাতপোয়া ২ জন, মেদুর, শিমলা বাজার, বনগ্রাম, বালিয়া ২ জন, মাহাদান, চকপাড়া, মাইজবাড়ী, পলিশা, কুমারবাড়ী ও কাবারিয়া বাড়ী।
বকশীগঞ্জ- মালীবাগ ৩ জন, সাধুরপাড়া ১ জন, চন্দ্রবাজ ১ জন ও বকশীগঞ্জ সদরে ১জন।
সর্বশেষ সুস্থ ২৫ জন। এর মধ্যে জামালপুর সদর- ২১ জন, মেলান্দহ- ৩ জন ও সরিষাবাড়ী- ১ জন। সর্বমোট সুস্থ ৩৯৭৫ জন। সর্বমোট মৃত্যু ৮৫ জন।