1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

জামালপুরে করোনায় নতুন আক্রান্ত – ৫০

  • সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ২৩৩

এম শাহীন আল আমীন, জামালপুর।।


জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৩ টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১ টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে আরএ টেস্টে ৭২ টি নমুনা পরীক্ষায় ১৩ জন অর্থাৎ মোট ২১৬ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৫০ জন কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
উপজেলা ওয়ারি পরিসংখ্যান- জামালপুর সদর- ১৩ জন, মেলান্দহ- ৭ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ৮ জন, সরিষাবাড়ী- ১৫ জন ও বকশীগঞ্জ- ৬ জন। সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৫৮১ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্ত –
জামালপুর সদর- গোদাশিমলা, পাথালিয়া, সদর ২ জন, দেওয়ানপাড়া, চন্দ্রা ২ জন, নরুন্দী, দাপুনিয়া, আমলাপাড়া ২ জন, বকুলতলা ও নান্দিনা।
মেলান্দহ- শাজাদপুর ২ জন, কাংগালকূর্শা, মানকী, আদিপৈত, আমবাড়িয়া ও দুরমুঠ।
মাদারগঞ্জ- চর পাকেরদহ।
ইসলামপুর- উত্তর পাড়া, ইসলামপুর, সর্দারপাড়া, হাড়িয়াবাড়ী, গংগাপাড়া, চিনাডুলী, গাঁওকূড়া ও মোশারফগঞ্জ।
সরিষাবাড়ী- পিংনা, সরিষাবাড়ী, সাতপোয়া ২ জন, মেদুর, শিমলা বাজার, বনগ্রাম, বালিয়া ২ জন, মাহাদান, চকপাড়া, মাইজবাড়ী, পলিশা, কুমারবাড়ী ও কাবারিয়া বাড়ী।
বকশীগঞ্জ- মালীবাগ ৩ জন, সাধুরপাড়া ১ জন, চন্দ্রবাজ ১ জন ও বকশীগঞ্জ সদরে ১জন।

সর্বশেষ সুস্থ ২৫ জন। এর মধ্যে জামালপুর সদর- ২১ জন, মেলান্দহ- ৩ জন ও সরিষাবাড়ী- ১ জন। সর্বমোট সুস্থ ৩৯৭৫ জন। সর্বমোট মৃত্যু ৮৫ জন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪