গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র মহৎ উদ্যোগে কুয়াকাটা পৌরসভায় ১৮ বছরের ঊর্ধ্বে সকল মানুষকে টিকা দেওয়ার পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে কুয়াকাটা পৌরসভার মেয়র মহোদয় জনাব, আনোয়ার হাওলাদার।
আগামী ০৭ আগস্ট, শনিবার – কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, তুলাতলিতে – সকাল ৯ঃ০০ টা থেকে বিকাল ৩ঃ০০ পর্যন্ত কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে (কোভিড’১৯) করোনা ভাইরাস প্রতিরোধে টিকা প্রদান করা হবে৷
কুয়াকাটা পৌরসভার সংশ্লিষ্ট সূত্র জানায়, কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তিনটি করে বুথ করা হয়েছে। আপনার বয়স যদি ১৮ বছর বা তার ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে surokkha.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে দ্রুত নিবন্ধন করে নিন। ইতোমধ্যে অনলাইন নিবন্ধন না থাকলে, আগামিকাল কুয়াকাটা পৌরসভার পৌর ভবনের স্বাস্থ্যবিভাগ ইউনিটে সকাল ৮ঃ০০ টা থেকে রাত ৮ঃ০০ পর্যন্ত ভোটার আইডি কার্ড দিয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে সশরীরে টিকা নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
কুয়াকাটা পৌরসভা সূত্র আরো বলেন, ৪৫+ সকল নাগরিকদের কোভিড’১৯ এর টিকা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ রইল। যত দ্রুত সম্ভব কুয়াকাটা পৌরসভার প্রতিটি নাগরিককে টিকার আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে।পরিবারের সুরক্ষার জন্য নিজে টিকা নিন এবং পরিবারের সদস্যদের টিকা দিন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। জীবন বাঁচলে, পরিবার বাঁচবে, জীবিকা বাঁচবে। প্রতিটি পরিবার সুরক্ষিত হলে, সমাজ সুরক্ষিত হবে, সুরক্ষিত হবে পুরো দেশ, অব্যাহত থাকবে জীবন-জীবিকা ও অর্থনীতির চাকা। মানুষের জীবন বাঁচাতে বিনামূল্যে টিকার ব্যবস্থা করেছে সরকার, এখন নিজের পরিবারকে বাঁচাতে টিকা নেওয়ায় দায়িত্ব আপনার।