মুতাছিন বিল্লাহ, জীবননগর অফিসঃ
চুয়াডাঙ্গার জীবননগরে ইউনিয়ন পর্যায়ে কোভিড -১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৪ আগষ্ট) সকাল ১১টায় সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়সা সুলতানা লাকী, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মর্তুজা, আব্দুল লতিফ অমল, নজরুল ইসলাম, মুন্সী নাসির উদ্দিন।
এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ,বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করার জন্য প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা করার নির্দেশ দেন ।পাশাপাশি সবাইকে টিকাগ্রহণে উদ্বুদ্ধ করার পরামর্শ দেন তিনি।
জীবননগর উপজেলা পঃ পঃ কর্মকর্তা সেলিমা আক্তার শুমু জানান, জীবননগর উপজেলার সাবেক উথলী, বাঁকা, আন্দুলবাড়িয়া ও সীমান্ত ইউনিয়নে ও পৌরসভার ১নং ওয়ার্ডে আগামী ৭ আগস্ট থেকে ১৮ বছর থেকে সকল নাগরিককে কোভিড -১৯ এর টিকা দেয়া হবে। তবে টিকা গ্রহণের জন্য প্রত্যেকে অবশ্যই জাতীয় পরিচয় পত্র সঙ্গে নিয়ে আসতে হবে।