1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

জামালপুরে করোনা পরিস্থিতি

  • সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৫২

এ,এস,পলাশ,সদর প্রতিনিধি-


জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলায় স্থায়ী নিবাসীর ২১ টি নমুনা পরীক্ষায় ২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৭২ টি নমুনা পরীক্ষায় ৫ জন অর্থাৎ মোট ২৫৭ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪১ জন (জামালপুর সদর- ১৬ জন, মেলান্দহ- ২ জন, মাদারগঞ্জ- ৩ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ১০ জন ও বকশীগঞ্জ- ৯ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৪৯১ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- নান্দিনা ৪ জন, মৃর্ধাপাড়া, কাছারীপাড়া, মুকুন্দবাড়ী, বকুলতলা, ছনকান্দা, সদর, পাঁচরাস্তা ৪ জন, বজ্রাপুর ও পিয়ারপুর।
মেলান্দহ- মেলান্দহ ২ জন।
মাদারগঞ্জ- ভেলামারী, সুখনগরী ও মাদারগঞ্জ।
ইসলামপুর- বেলগাছা।
সরিষাবাড়ী- শিমলা বাজার, তারাকান্দি ২ জন, সেঙ্গুয়া ২ জন, সাতপোয়া ৩ জন, আরামনগর ও বাউসী।
বকশীগঞ্জ- মধ্যবাজার, সূর্যনগর, পাখিমারা, বকশীগঞ্জ ৫ জন ও রবির চর।

সর্বশেষ সুস্থ ২৩ জন (জামালপুর সদর- ১০ জন, মেলান্দহ ২ জন ও সরিষাবাড়ী- ১১ জন)।
সর্বমোট সুস্থ ৩৯২৫ জন।

সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৮৪ জন।

সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।

সর্বশেষ নমুনা সংগ্রহ- ২৬২ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৩৩৬৫ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা- ২৫৭ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা- ৩৩৩৬০ টি।
নমুনা পরীক্ষা পেন্ডিং- ৫ টি।

কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধি-বিধান মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪