1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

নোয়াখালীতে করোনা শনাক্তের হার ৩২ শতাংশ, প্রাণহানি ৩

  • সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১৪২


নোয়াখালী প্রতিনিধি;


নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার উর্ধগতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ৩২ দশমিক ২৯শতাংশ। এদিন ৭০৯জনের নমুনা পরীক্ষা করে ২২৯জনের শরীরে করোনা শনাক্ত হয়। ।

বুধবার ( ৪ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ষোল হাজার ৫৬৮ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯১ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৪জন, সুবর্ণচরে ৫জন, হাতিয়া ২জন, বেগমগঞ্জ ৬০জন, সোনাইমুড়ীতে ১৫জন, চাটখিল ২৩জন, সেনবাগে ২৫জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১দশমিক ১৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৭জন, সুবর্ণচরে ১জন, হাতিয়া ৩জন, বেগমগঞ্জ ৫৩জন,সোনাইমুড়ীতে ৪৭জন,চাটখিল ৩৩জন, সেনবাগ ৩৯জন, কবিরহাটে ১৬জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন দশ হাজার ৩২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬২ দশমিক ২৯শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ৫৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪