মুসলেহ উদ্দীন, সীতাকুণ্ডঃ
“টিকা নিন করোনা থেকে সুরক্ষিত থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রেহান উদ্দীন রেহান এর উদ্যােগে বিনামূল্যে (অস্থায়ী) অনলাইন রেজিষ্ট্রেশন সেবা ক্যাম্প চালু করা হয়েছে।
গত শনিবার মুরাদপুর গোলাবাড়িয়া স্কুল প্রাঙ্গণে বিনামূল্যে অনলাইন রেজিষ্ট্রেশন ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ভোধন করেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল বাকের ভূঁইয়া।
তারই ধারাবাহিকতায় বিনামূল্যে অনলাইনে করোনা ভ্যাকসিন রেজিষ্ট্রেশন ও অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে ছাত্রনেতা রেহান।
পর্যায়ক্রমে মুরাদপুর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে বিনামূল্যে ভ্যাকসিন রেজিষ্ট্রেশন করানো হচ্ছে। আজ (৩ আগষ্ট) মঙ্গলবার সকাল থেকে ইউনিয়নের পেশকার পাড়া এলাকায় ৪র্থ দিনের ক্যাম্পিং কার্যক্রম করা হয়। এসময় উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা: আবু বক্কর ছিদ্দিক ও
সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস্যলীগের সদস্য মোঃ আলাউদ্দিন, সাবেক উপজেলা ছাত্রলীগ এর সদস্য শেখ ফরিদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ ইকরাম হোসেন, সাধারণ সম্পাদক কোরবান আলী সুমন, সাব্বির, আলী হোসেন, রাজিন, রকি ,ইমন, পারভেজ, শরিফ, মোমেন, বিজয় এবং প্রমুখ।
মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রেহান উদ্দীন রেহান বলেন, এলাকার জনসাধারণের সুবিধার্থে আমি এই উদ্যােগ নিয়েছি। মানুষের কল্যাণেই আমাদের রাজনীতি। এভাবে মুরাদপুর ইউনিয়ননের প্রত্যাকটি ওয়ার্ডে বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশন ক্যাম্প ও জনগনকে সচেতন করার মাধ্যমে করোনার টিকা নিশ্চিত করবো। মহামারী করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফল করতে সীতাকুণ্ড সর্বস্তরের ছাত্রলীগ কর্মীরা কাজ করে যাচ্ছে। মানবিক সেবায় ছাত্রলীগ কর্মীরা দেশের নিবেদিত প্রাণ বলে জানান তিনি।