এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ
মহামারী করোনার ব্যাপক সংক্রমন রোধে দেশব্যাপী যুক্তরাষ্ট্রের মর্ডানা টিকা প্রদানের অংশ হিসেবে বরিশাল সিটিতে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১০টা নগরীর বিএম স্কুল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই টিকা দান কার্যক্রমের উদ্ধোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।
দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু পর টিকা নিতে আসা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণের জন্য ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বরিশাল সিটি কর্পোরেশনের ৬টি স্থানে টিকা প্রদান করা হবে। কেন্দ্রগুলো হলো বিএম স্কুল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র, আমানাতগঞ্জ হলি বেরি রেড ক্রিসেন্ট, কাউনিয়া বাশেঁরহাট সংলগ্ন নগর মাতৃসদন কেন্দ্র, ২৬ নম্বর ওয়ার্ড সাউথ এ্যাপোলো মেডিকেল কলেজ, বিবির পুকুর পাড় এনেক্স ভবন ও বিসিসির ১২ ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে।
উল্লেখ্য, রেজিষ্ট্রেশন যে কেন্দ্রে হোক না কেনো উল্লেখিত যে কোনো নিকটস্থ কেন্দ্রে স্বাস্থবিধি মেনে টিকা নেয়ার অনুরোধ জানিয়েছেন বিসিসি কতৃপক্ষ।