করোনার ১০৪তম দিবসে শুক্রবার (১৯ জুন) ২৪ ঘন্টায় ঝালকাঠি জেলায় নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে এপর্যন্ত ১১২ জন আক্রান্ত হলো। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ৪৬ জন সুস্থ হয়েছে এবং ৪ জন মৃত্যু বরণ করেছেন ও ১ জন আক্রান্ত ব্যক্তি পলাতক রয়েছে।
সর্বশেষ আক্রান্তরা হলেন ঝালকাঠি আদালতের সেরেস্তাদার জিয়াউর রহমান, জিটিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি শহীদুল আলম, সদর উপজেলা পরিষদের কর্মচারি রফিকুল ইসলাম, পল্লী বিদ্যুৎ কর্মচারী, ঝালকাঠিতে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যসহ ১০জন আক্রান্ত হয়েছে।
এনিয়ে ঝালকাঠি জেলার ৪টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, নলছিটি উপজেলায় ২৮ জন, রাজাপুর উপজেলায় ২৮ জন ও কাঁঠালিয়া উপজেলায় ১৭জন। জেলায় শুক্রবার পর্যন্ত ১৪০৬ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে। এর মধ্যে ১১৮০ জনের রিপোর্ট এসেছে, এদের মধ্যে ১১২ জনের রিপোর্ট পজেটিভ ও ১০৬৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে ।
জেলায় এ পর্যন্ত ১২৮১ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ১২০৭ জন ছাড়পত্র নিয়ে চলে গেছে। হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭৪ জন। ঝালকাঠির সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবুয়াল হাসান এ তথ্য জানিয়েছেন।