1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাবাসীকে নিরাপত্তা প্রদানের মহান দায়িত্বে পিছিয়ে থাকার কোন সুযোগ নেই-ডিএমপি কমিশনার আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল সবজি, পেঁয়াজ ও মুরগির দাম কমলেও, কমেনি আলুর দাম ঘোষিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ডিএমপি কমিশনার মোঃ সাজ্জাত আলীর দায়িত্বভার গ্রহণ নতুন পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহণ এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে জনগণই সকল ক্ষমতার মালিক হবেন- প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সাক্ষাৎ ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশ প্রয়োজনীয় কিছু সংস্কার শেষেই দ্রুত সম্ভব নির্বাচন সংঘটিত হবে-আইন উপদেষ্টা

রংপুরে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক বৃদ্ধ নিহত; আটক ২

  • সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৫৩


আফ্রিদা জাহিন:

রংপুরের নির্মাণাধীন একটি ভবনের উপর থেকে পড়ে যাওয়া ইটের আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছে। মৃত ব্যক্তির নাম অর্জুন বাসফোঁড় (৫৭), তিনি পেশায় পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। 
শনিবার (১০ জুলাই) দুপুরে রংপুর নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডে শালবন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে। 
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঘটনাটি নিশ্চিত করেছেন। ওসি জানান,  শনিবার সকাল থেকে শালবন এলাকার রামপাল চন্দ্রের নির্মাণাধীন তিনতলা ভবনের কাজ চলছিল। হঠাৎ ভবনটির দ্বিতীয়তলার একদিকের দেয়ালের ইট খসে নিচে পড়ে যায়। এসময় ওই বাসায় ময়লা-আবর্জনা নিতে আসা পরিচ্ছন্নতাকর্মী অর্জুন বাসফোঁড় নিচে অপেক্ষা করছিলেন। উপর থেকে পড়ে যাওয়া ইটের আঘাতে অর্জুনের মাথা থেতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক ও রাজমিস্ত্রীকে আটক করা হয়েছে।
দুর্ঘটনার সময় রাজমিস্ত্রী জাকির হোসেন সেখানকার দ্বিতীয়তলায় কাজ করছিলেন। 
তিনি সাংবাদিকদেরকে বলেন, হঠাৎ দেয়াল খসে ইট পড়ে যায়। সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে দেখি একজন বৃদ্ধ লোক ছটফট করছে। বিষয়টি বাসার মালিককে জানিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করি। কিন্তু এ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন ওই রাজমিস্ত্রি। আর বাসার মালিক রামপাল চন্দ্র। ঘটনাটিকে দুর্ঘটনা দাবি করে বাসার মালিক বলেন, দুর্ঘটনাটি কারো ইচ্ছায় ঘটেনি। এটা নিছক একটি দুর্ঘটনা। আমি জানতে পেরে সঙ্গে সঙ্গে আহত অর্জুনকে হাসপাতালে নিতে এ্যাম্বুলেন্সের যোগাযোগ করি। কিন্তু অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।    
এ দিকে দুর্ঘটনার বিষয়টি জানাজানি হলে নগরীর বিভিন্ন এলাকা থেকে পরিচ্ছন্নতাকর্মীরা ওই বাসাটির সামনে জড়ো হতে থাকে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য বাসার মালিক রামপাল (৬০) ও রাজমিস্ত্রি জাকির হোসেনকে (২৬) আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যান।
এছাড়াও ওসি আব্দুর রশিদ জানান, ওই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়না তদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪