আব্দুল্লাহ্ আল-আমিন,শেরপুর সংবাদদাতাঃ
শেরপুরে করোনা আক্রান্ত হয়ে আরও ২ নারীর মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন নকলার উপজেলার কুর্শা বাদাগৈড় এলাকার শরিফুন্নেছা (৭০) ও ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার এলাকার সাহেরা খাতুন (৫৫)। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪০।
১০ জুলাই শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ।জানা যায়, মৃত শরিফুন্নেছা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, প্রেসার ও রক্তশূন্যতায় ভুগছিলেন। গত সপ্তাহে তিনি দুর্ঘটনায় আহত হন। পরে অপারেশনের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে গেলে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলে তিনি কোভিড-১৯ সনাক্ত হন। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে ছিলেন। শুক্রবার রাত ২টার দিকে তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
আর সাহেরা খাতুন (৫৫) কোভিড-১৯ আক্রান্ত হয়ে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।শনিবার ভোর পৌঁণে ৪টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের বুলেটিনে জানানো হয়েছে, গতকাল শুক্রবার জেলায় নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন ২ হাজার ১০৬ জন। জেলায় মোট আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৮১ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছেন ৮৮৭ জন। এর মধ্যে জেলা সদর হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৫৫ জন, আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন ৩৯ জন। বাকীরা নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।