মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গত বৃহস্পতিবার বিকাল ৬টা থেকে শুক্রবার বিকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৭৫ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন সাতজন। সুস্থ হয়েছেন ৮৭ জন। গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ৫৬৯, প্রতিবেদন পাওয়া গেছে ৯০৩ জনের । সনাক্তের হার ছিল ৪১.৫ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষার জন্য ৯১ হাজার ৪৩৯জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৯০ হাজার ৩২ জনের। এর মধ্যে ১৬ হাজার ৭৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২ হাজার ২৬৭ জন। আর মারা গেছেন ৫২০ জন। বিদেশগামী ৯১ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া সাতজন হলেন সিটি কর্পোরেশন এলাকার তিনজন, চৌদ্দগ্রাম উপজেলার একজন, দেবিদ্বারে একজন ও একজন দাউদকান্দি উপজেলার বাসিন্দা।
এদিকে করোনা ভাইরাস সনাক্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৬৯জন, আদর্শ সদর উপজেলার ৩৬জন, সদর দক্ষিন দুজন, বুড়িচং উপজেলায় ২২জন, বি-পাড়া আটজন, চান্দিনা ১৯জন, চৌদ্দগ্রাম নয়জন, দেবিদ্বার নয়জন, দাউদকান্দি ২১জন, লাকসাম ১৩জন, লালমাই নয়জন, নাঙ্গলকোট ২জন, বরুড়া ১২জন, মনোহরগঞ্জ ছয়জন, মুরাদনগর ৩১জন, তিতাস ৫জন, হোমনা ২জন।