মোঃ জাহাঙ্গীর সরদার,সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ৮ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪০৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৪ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে সাতক্ষীরায় করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮৮টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়। সাতক্ষীরা জেলা জুড়ে কঠোর লকডাউন চললেও কিন্তু মানুষের মাঝে নেই কোন সচেতনতা মাক্স ছাড়া হরহামেশাই কোন কারন ছাড়াই সাধারণ মানুষ রাস্তাঘাট বাজার সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের মাঝে কোনো ভয়-ভীতি দেখা যাচ্ছে না ।