করেনা ভাইরাসের সংক্রমণ রোধে পটুয়াখালীতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও র্যাব-৮ এর যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। এ সময় মুখে মাস্ক না পরায় পটুয়াখালী শহরের ৪ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২০ ইং) বিকেলে পটুয়াখালী শহরে অভিযান পরিচালিত হয় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুখে মাস্ক না পরে ঘোরাঘুরি করার অপরাধে স্থানীয় চাঁন মিয়াকে (৩৫) ২০০ টাকা, আলমগীর সরদারকে (৫০) ৫০০ টাকা, শাহাদৎ হোসেনকে (৪০) ২০০ টাকা এবং দিলীপ নামে একজনকে (৩৮) ৫০০ টাকা সহ সর্বমোট ১,৪০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।