বড়লেখা প্রতিনিধি :
বৃহস্পতিবার (৮ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। আক্রান্তের হার ৩১ শতাংশ।সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২১২টি নমুনা পরীক্ষায় এই ৬৬ জনের করোনা শনাক্ত হয়। গতকাল এই আক্রান্তের হার ছিলো ৩৮ শতাংশ। সেই তুলনায় একদিনের ব্যবধানে কিছুটা হলেও কমেছে সংক্রমণের হার।জেলায় এ পর্যন্ত মোট ৩৩৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ জন। মোট সুস্থ হয়েছেন ২৭৬৩ জন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১০ জন। ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেননি। মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন।নতুন আক্রান্ত ৬৬ রোগীর মধ্যে বড়লেখার ১ জন, কমলগঞ্জের ৬ জন, শ্রীমঙ্গলের ৭ জন, জুড়ীর ৩ জন,মৌলভীবাজার ২৫০-শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ৪৯ জন।