মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গতকাল মঙ্গলবার বিকাল ৫টা থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৯৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৭ জন। সুস্থ হয়েছেন ৭৫ জন। বুধবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ৮৫৬, প্রতিবেদন পাওয়া গেছে ৮৬১ জনের । সনাক্তের হার ছিল ৪৫.৬ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষার জন্য ৮৯ হাজার ৫৪২ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৮৮ হাজার ১২২ জনের। এর মধ্যে ১৫ হাজার ৯৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২ হাজার ১২২ জন। আর মারা গেছেন ৫০৭ জন। বিদেশগামী ১০৩ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৩জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া সাতজন হলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার তিনজন, মুরাদনগর উপজেলার দুজন ও দুজন বুড়িচং উপজেলার বাসিন্দা।
এদিকে করোনা ভাইরাস সনাক্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৮০জন, আদর্শ সদর উপজেলার ২৮জন, সদর দক্ষিন নয়জন, বুড়িচং উপজেলায় ৩১জন, বি-পাড়া চারজন, চান্দিনা ১৯জন, চৌদ্দগ্রাম ২৮জন, দেবিদ্বার আটজন, দাউদকান্দি দুজন, লাকসাম ২৭জন, লালমাই পাঁচজন, নাঙ্গলকোট পাঁচজন, বরুড়া ১২জন, মনোহরগঞ্জ নয়জন, মুরাদনগর ১৮জন, মেঘনা দুজন, তিতাস পাঁচজন, হোমনা একজন।