মো: হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার:
নড়াইল জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমানের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়েছে। জেলার তিন উপজেলায় অভিযান পরিচালনা করে ১১টি ব্রাম্মমান আদালত। এসময় ৪৫টি মামলায় ৪৩ হাজার ৮’শত টাকা জরিমানা করেছে।
লোহাগড়া উপজেলা সহকারি কমিশনার (ভুমি)’র নেতৃত্বে জানা যায় রোববার জেলায় ১১টি ব্রাম্মমান আদালত এর মাধ্যমে ৪৫টি মামলায় ৪৩ হাজার ৮’শত টাকা জরিমানা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আনসার, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী উপস্থিত ছিলেন।
সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ দণ্ডবিধি ১৮৬০ পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী তাদের এ জরিমানা করা হয় বলে জানাগেছে।