কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় গত শুক্রবার বার বিকাল ৫টা থেকে শনিবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৪১ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ৪০ জন।
শনিবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। সর্বশেষ ওই ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ৪৬১, প্রতিবেদন পাওয়া গেছে ৩৭১ জনের । সনাক্তের হার ছিল ৩৮ শতাংশ। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষার জন্য ৮৬ হাজার ২৯৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৮৫ হাজার ৩৩৬ জনের। এর মধ্যে ১৪ হাজার ৮০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৮৫ জন। আর মারা গেছেন ৪৮৬ জন।
বিদেশগামী ৯৬ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া দুজন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা।
এদিকে করোনা ভাইরাস সনাক্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন, আদর্শ সদর উপজেলার ১১জন, সদর দক্ষিন একজন, বুড়িচং উপজেলায় ১০জন, বি-পাড়া তিনজন, চান্দিনা আটজন, চৌদ্দগ্রাম ১১জন, দেবিদ্বার সাতজন, দাউদকান্দি একজন, লাকসাম আটজন, লালমাই চারজন, বরুড়া সাতজন, মনোহরগঞ্জ দুজন, মুরাদনগর চারজন।