কুমিল্লা ব্যুরো:
কুমিল্লায় গত বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৭০ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন দুজন। সুস্থ হয়েছেন ৪৫ জন। গতকাল শুক্রবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘন্টায় নমুনা প্রেরণ করা হয়েছে ১৩২, প্রতিবেদন পাওয়া গেছে ৫২২ জনের । সনাক্তের হার ছিল ৩২.৬ শতাংশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত পরীক্ষার জন্য ৮৫ হাজার ৮৩৪ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৮৪ হাজার ৯৬৫ জনের। এর মধ্যে ১৪ হাজার ৬৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৪৫ জন। আর মারা গেছেন ৪৮৪ জন। বিদেশগামী ১০৫ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া দুজনের একজন কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ও অপরজন দাউদকান্দি উপজেলার বাসিন্দা।
এদিকে করোনা ভাইরাস সনাক্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১২০ জন, আদর্শ সদর উপজেলার চারজন, সদর দক্ষিন তিনজন, বুড়িচং উপজেলায় চারজন, বি-পাড়া দুজন, চান্দিনা দুজন, চৌদ্দগ্রাম আটজন, দেবিদ্বার পাঁচজন, দাউদকান্দি দুজন, লাকসাম ছয়জন, লালমাই একজন, নাঙ্গলকোট ছয় জন, বরুড়া চারজন, মনোহরগঞ্জ দুজন, হোমনা একজন।