মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা জেলায় করোনায় মোট সনাক্তের অর্ধেকই কুমিল্লার নগরীর বাসিন্দা। দিন দিন বেড়েই চলেছে নগরীরতে আক্রান্তের সংখ্যা। কুমিল্লার সিটি কর্পোরেশন ও ১৭ টি উপজেলায় ১ জুন থেকে ২২ জুন পর্যন্ত ২৩ দিনে মোট করোনায় সনাক্ত হয়েছেন ৭২৫ জন এর মধ্যেই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাতেই আছেন ৩৪৩ জন । এদিকে সিটিতে করোনার প্রকোপ কমাতে কাউন্সিলদের সচেতনতা কার্যক্রম আরো জোরদার করার আহব্বান জানান জেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে কুমিল্লায় গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬২ জন। নমুনা প্রেরণ করা হয়েছে ৫৫৩, প্রতিবেদন পাওয়া গেছে ৪১৬ জনের। গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। ২২ জুন মঙ্গলবার বিকাল থেকে ২৩ জুন বধবার বিকাল পর্যন্ত গেল ২৪ ঘন্টার এ তথ্য প্রকাশ করা হয়।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২৯ জন, আদর্শ সদর, উপজেলার ১৫জন, সদর দক্ষিন দুজন, বুড়িচংয়ের চারজন, চান্দিনায় দুজন, দাউদকান্দিতে একজন, দেবিদ্বার দুজন, লাকসামে ছয়জন, লালমাই একজন, লাঙ্গলকোটে দুজন, বরুড়া তিনজন, মনোহরগঞ্জ তিনজন, মুরাদনগরে তিনজন, মেঘনায় একজন, হোমনায় একজন ও তিতাসে একজন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লায় এ পর্যন্ত পরীক্ষার জন্য ৮১ হাজার ৫৩০ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৮০ হাজার ৭৮১ জনের। এর মধ্যে ১৩ হাজার ৫১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৮৪ জন। আর মারা গেছেন ৪৫৯ জন। বিদেশগামী ১০৩ জন যাত্রীর করোনা পরীক্ষায় ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
কুমিল্লা সিটিকর্পোরেশনের প্যানেল মেয়র ও ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর নুর জাহান আলম পুতুল বলেন, আমরা জনসাধারনকে সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরন করছি। তবে এ বিষয়ে সিটি কর্পোরেশনসহ সংশিষ্ট মন্ত্রনালয় থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক বরাদ্দের প্রয়োজন। যাতে আমরা কাজ করতে পারি। আমাদের কোন বাজেট নেই। বাজেট ছাড়া কাজ তেমন কাজ করা যায়না।
এদিকে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায়ও জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন কুমিল্লা নগরীতে করোনা সংক্রামনের হারের উর্ধ্বগতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে ৩,৪,৬,৮,১০,১১,১৩,১৮ ও ২০ নং ওয়ার্ডকে লালকালি চিহ্নিত করা হয়েছে। বিষয়টি আমরা স্থানীয় কাউন্সিলদের অবগত করেছি। তারা তাদের এলাকায় সচেতনতামূলক কার্যক্রম আরো বৃদ্ধি করবে। সকল কাউন্সিলদের নিয়ে একটি সভা করার পরিকল্পনা আছে।