হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় টাকা ধার করে জুয়া খেলার পর পরিশোধ করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন শরীফ (৩৫) নামে এক যুবক।
১৬ ই জুন বুধবার রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের চর বিহারি গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক ওই এলাকার বাসীন্দা উখিলা শেখের ছেলে।
এ বিষয়ে গাবসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, অনেক দিন ধরেই শরীফ বিভিন্ন এলাকায় গিয়ে জুয়া খেলতেন। এ পর্যন্ত জুয়া খেলায় তিনি প্রায় সাত লাখ টাকা জুয়াড়িদের কাছ থেকে ঋণ করেন।
তিনি আরও বলেন, পাওনাদার দের ওই ঋণের টাকা বুধবার রাতেই দেওয়ার কথা ছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে, ভূঞাপুর থানার ওসি মো. আব্দুল ওহাব মিয়া জানান, এ ঘটনায় কেউ এখনও পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্ত শেষ করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।