মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল৪ ৫২ জনে।
এ দিকে নতুন করে ৩৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৪৫ জন।
আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানায়, কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যাক্তি দেবীদ্বার উপজেলার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৩ জন, আদর্শ সদর উপজেলার ৬জন, সদর দক্ষিনে ২ জন, বুড়িচংয়ের ১ জন, চৌদ্দগ্রামে ২ জন, দেবীদ্বারের ৪ জন, দাউদকান্দির ৩ জন, লাকসামের ১ জন, লালমাইয়ের ১ জন, লাঙ্গলকোটের ১ জন, মনোহরগঞ্জের ১ জন, বরুড়ার ১ জন, মনোহরগঞ্জের ২ জন, তিতাসের ১ জন, ও হোমনার ১ জন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কুমিল্লায় এ পর্যন্ত পরীক্ষার জন্য ৭৮ হাজার ৮২৪ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৭৮ হাজার ৪০৫ জনের। এর মধ্যে ১৩ হাজার ১২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৮ জন। আর মারা গেছেন ৪৫২ জন।