মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
গেল ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নতুন করে আরও ২২ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯৫৭ জন। প্রানহানি হয়েছে এক জনের।
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১ জনের মৃত্যুর ফলে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৪৪ জনে।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১২জন, চৌদ্দগ্রাম উপজেলায় ২জন, ব্রাক্ষণপাড়া উপজেলায় ১জন, বরুড়া উপজেলায় ২জন, বুড়িচ উপজেলায় ১জন, নাঙ্গলকোট উপজেলায় ১জন, লাকসাম উপজেলায় ৩ জন। নতুন কওে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সুস্থ হয়েছেন ৪০ জন। এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১০ হাজার ৭৮৮জন করোনা রোগী।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৭ হাজার ১৯০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৬হাজার ৯১৪ জনের। এর মধ্যে ১২ হাজার ৯৫৭ জনের করোনায় পজিটিভ এসছে। ৯৭ জন বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষায় ১জন করোনায় সনাক্ত হয়েছেন।