মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
গেল ২৪ ঘন্টায় কুমিল্লা জেলায় নতুন করে আরও ১০জনের করোনায় পজিটিভ এসেছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৪জন। নতুন করে করোনায় কুমিল্লা সদর উপজেলায় ১ জনের প্রানহানি হয়েছে। ফলে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৪৪২ জন। ৬ জুন রবিবার বিকালে কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
এছাড়া গেল ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১জন, চৌদ্দগ্রাম উপজেলায় ১জন, আর্দশ সদর উপজেলায় ২ জন,সদর দক্ষিন উপজেলায় ১ জন, বুড়িচ উপজেলায় ২জন, লাকসাম উপজেলায় ১জন, দেবিদ্বার উপজেলায় ১জন, মনোহরগঞ্জ উপজেলায় ১ জন।
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সুস্থ হয়েছেন ৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার ৭০৮ জন করোনা রোগী।
এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৬হাজার ৬৬৬জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৬হাজার ৪০৫ জনের। এর মধ্যে ১২ হাজার ৯১৪ জনের করোনয়া পজিটিভ এসেছে। বিদেশগামী ৯৪ যাত্রীদের নমুনা পরীক্ষায় ১জন করোনায় সনাক্ত হয়েছেন।