মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় এ সাপ্তাহে বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ৫জুন থেকে ৩০ মে পর্যন্ত এক সাপ্তাহে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৫০ জন ও মৃত্য হয়েছে ৯ জনের। এর আগের সাপ্তাহে ২৯ মে থেকে ২৩ মে পর্যর্ন্ত ৭ দিনে মোট আক্রান্ত ১৪২জন ও মৃত্য হয়েছিল ৮ জনের। মে মাসে আক্রান্ত ও মৃত্যুর হার কম ছিল এপ্রিল মাস থেকে। এদিকে গেল ২৪ ঘন্টায় নতুন করে কুমিল্লা জেলায় আরও ১৬জনের করোনায় পজিটিভ এসেছে। এ নিয়ে জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৯০৪জন।
গেল ২৪ ঘন্টায় নতুন করে ২ জনের প্রানহানি হয়েছে। এরা নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলায় ২ জন। ফলে জেলায় মৃত্যুর সংখ্যা ৪৪১ জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৬জন, চৌদ্দগ্রাম উপজেলায় ১জন, আর্দশ সদর উপজেলায় ১ জন, বুড়িচ উপজেলায় ১জন, লাকসাম উপজেলায় ১জন, লাঙ্গলকোট উপজেলায় ৫জন, দাউদকান্দি উপজেলায় ১ জন।
গুস্থ হয়েছেন কুমিল্লা সিটিকর্পোরেশন এলাকায়৩০ জন।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার ৬৭৩জন করোনা রোগী। ৫জুন শনিবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়। এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৬হাজার ৩৮৩ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৬ হাজার ২৮২ জনের। এর মধ্যে ১২ হাজার ৯০৪ জনের করোনায় পজিটিভ এসেছে।১০৯ জন বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষা নতুন কেউ করোনায় সনাক্ত হয়নি।