বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
গত ২৪ ঘন্টায় যশোরে কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আরও ৩ জনসহ নতুন করে ৪০ জন করোনায় আক্রান্ত ও ১ জন নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে সোমবার পর্যন্ত জেলায় ৬ হাজার ৯শ’ ৩৮ জন করোনায় আক্রান্ত হলেন। আর মৃতের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে।
সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ২৯ জন ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলায় ৩৬ জনের র্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয়। তাতে ১১ জন পজেটিভ হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়। সোমবার শনাক্ত ৪০ জনের মধ্যে সদর উপজেলায় ৩১ জন, শার্শা উপজেলায় ৩ জন, চৌগাছা উপজেলায় ১ জন, ঝিকরগাছা উপজেলায় ৩ জন, ও অভয়নগর উপজেলায় ২ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ জন ভারত ফেরত রয়েছেন। ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ডা. রেহেনেওয়াজ আরও জানান, মৃত রোগীর নাম নুরজাহান বেগম (৮০)। তিনি অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের বাসিন্দা। যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোরে ২২০ জনের নমুনা পরীক্ষায় ২৯ জন ছাড়াও নড়াইল জেলার ১২ জনের নমুনা পরীক্ষায় ২ জনের করোনা পজেটিভ হয়েছে। এছাড়া মাগুরা জেলার ৯ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনার জীবাণু মেলেনি। সব মিলিয়ে তিন জেলার মোট ২৪১ জনের নমুনা পরীক্ষায় ৩১ জন পজেটিভ ও ২১০ জনের নেগেটিভ শনাক্ত হয়েছে।
যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ৩১ মে পর্যন্ত যশোর জেলায় ৬ হাজার ৯ শ’ ৩৮ জন কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯১ জন নারী পুরুষ। এর মধ্যে যশোরের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে মৃত্যু হয়েছে ৮০ জনের। আর ঢাকায় ৬ জন খুলনায় ৫ জন ও সাতক্ষীরার হাসপাতালে মারা গেছেন ১জন।