মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৪ জনের করোনায় পজিটিভ এসেছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৩৬ জন। মুরাদনগর উপজেলায় মৃত্য হয়েছে ১ জনের। ফলে জেলায় মোট মৃত্যু ৪৩২ জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৯ জন, বুড়িচং উপজেলায় ২ জন, চান্দিনা উপজেলায় ২ জন, লাকসাম উপজেলায় ১জন, বরুড়া উপজেলায় ২জন, মুরাদনগর উপজেলায় ১ মেঘনা উপজেলায় ১জন ও হোমনা উপজেলায় ৭জন।
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সুস্থ হয়েছেন ১৫ জন । এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার ৩৯৮ জন করোনা রোগী।
২৭ মে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।
এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৪ হাজার ৪৭৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৪ হাজার ২৪৩ জনের। এর মধ্যে ১২ হাজার ৭৩৬ জনের করোনা পজিটিভ এসেছে। ৮৫জন বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষায় ১জন করোনায় সনাক্ত হয়েছেন।