মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় গেল ৭ দিনে ২৬১ ভারত ফেরত বাংলাদেশি নাগরিককে কুমিল্লা বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের জন্য কাজ করছেন জেলা প্রশাসনের ৮ নির্বাহী নির্বাহী ম্যজিষ্ট্রেট। ভারতে চিকিৎসা করাতে গিয়ে করোনা পরিস্থিতিতে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরা অব্যাহত রয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় ভারত থেকে ফেরত আসা বাংলাদেশী ২৬১ জন নাগরিককে কুমিল্লা হাসপাতালসহ ১০ টি আবাসিক হোটেলে কোয়ারান্টিনে রাখা হয়েছে। নেওয়া হয়েছে তাদের জন্য সকল ব্যবস্থা।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের হাসপাতালসহ কুমিল্লা নগরীর ১০ টি আবাসিক হোটেলে রাখা হয়েছে। তাদের নিরাপত্তার জন্য প্রতিটি হোটেলে পুলিশ পাহাড়া বসানো হয়েছে। গত কয়েকেদিনে ভারত ফেরত আসাদের মধ্যে হোটেল টোকিওতে ৪৭ জন, হোটেল জমজমে ৫০ জন, মঃ বাগিচাগাঁয়ে ১৯ জন, মেডিকেল কোয়ারেন্টাইনে ১২ জন থেকে ৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়। শাসনগাছা হোটেলের ২ জন থেকে ২ জনকে ছাড়প্রত্র দেওয়া হয়। আল ফালাহ ২৭ জন, রেড রোফ ইন ১৯ জন, হোটেল ভিক্টোরিতে ৩৩ জন, হোটেল গোল্ডেন ইন এ ২৯ জন, আলেখারচর হোটেলে ৩১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসেন জানান, ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের কঠোর স্বাস্থ্যবিধিতে রাখা হয়েছে। তাদের শরীরে করোনার ভারতীয় ধরন আছে কিনা পরীক্ষা করা হচ্ছে। কারো কোন সমস্যা না থাকলে ১৪ দিনের পর বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। অনেককেই আবার কোন সমস্যা না থাকাই ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার কুমিল্লা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিষয়টি নিশ্চিত করেন বলেন, গেল ৭ দিনে ২৬১ জনকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কুমিল্লার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলা পুলিশের সহযোগিতায় তাদের তদারকি করছেন জেলা প্রশাসনের ৮ নির্বাহী নির্বাহী ম্যজিষ্ট্রেট ।