মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ২৯জনের পজিটিভ এসেছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৮৮জন। লালমাই উপজেলায় মৃত্য হয়েছে ১ জনের। ফলে জেলায় মোট মৃত্যু ৪৩০ জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১২ জন,আর্দশ সদর উপজেলায় ১ জন,সদর দক্ষিণ উপজেলায় ১ জন, লাকসাম উপজেলায় ৬জন, চান্দিনা উপজেলায় ১জন,লালমাই উপজেলায় ১ জন,বরুড়া উপজেলায় ৫জন,চৌদ্দগ্রাম উপজেলায় ২ জন।
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সুস্থ হয়েছেন ২০ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার ৩৬৫ জন করোনা রোগী।
২৫ মে মঙ্গলবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন অফিস এ তথ্য জানায়।
এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৪ হাজার ০৯৫জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৩ হাজার ৬৫১ জনের। এর মধ্যে ১২ হাজার ৬৮৮ জনের করোনা পজিটিভ এসছে। ৮৮জন বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষায় ১জন করোনায় সনাক্ত হয়েছেন।