মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লা জেলায় নতুন করে আরও ৪০ জনের করোনায় পজিটিভ এসেছে। এ নিয়ে জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৫৯ জন। মৃত্যু হয়েছে ৫ জনের ফলে জেলায় মোট মৃত্যু ৪২৯ জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশন এলাকায় ১৯জন, আদর্শ সদর উপজেলায় ২জন, সদর দক্ষিণ উপজেলায় ৪ জন, বুড়িচং উপজেলায় ৩জন, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১জন, দাউদকান্দি উপজেলায় ১জন, দেবিদ্বার উপজেলায় ১ জন,লাকসাম উপজেলায় ২জন, লালমাই উপজেলায় ১জন, নাঙ্গলকোট উপজেলায় ১জন, বরুড়া উপজেলায় ৩জন, মনোহরগঞ্জ উপজেলায় ১জন ও তিতাস উপজেলায় ১জন।
মৃতদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১ জন, বুড়িচং উপজেলায় ১ জন, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১জন, সদর দক্ষিণ উপজেলায় ১ জন ও বরুড়া উপজেলায় ১ জন। নিহত সবাই পুরুষ।
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সুস্থ হয়েছেন ২০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১০ হাজার ৩৪৫ জন করোনা রোগী।
২৪ মে সোমবার বিকেলে কুমিল্লা সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৭৩ হাজার ৮৫৯ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৭৩ হাজার ৩৮২জনের। এর মধ্যে ১২ হাজার ৬৫৯ জনের করোনা পজিটিভে আক্রান্ত হয়েছেন। ৯১ বিদেশগামী যাত্রীদের নমুনা পরীক্ষায় ১জন করোনায় সনাক্ত হয়েছেন।